শুক্রবার মস্কোর রাত জমজমাট হয়ে থাকল রাশিয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠানকে ঘিরে। তারকা, গ্ল্যামার, আবেগ, উৎকণ্ঠা, ফুটবলবিশ্ব মুঠোয় আনার স্বপ্ন।
এ দিন বিশ্বকাপের ড্র উপলক্ষে মস্কোতে যেন চাঁদের হাঁট বসেছিল। উপস্থিত ছিলেন দিয়েগো মারাদোনা, গ্যারি লিনেকার, ২০১০ বিশ্বকাপের নায়ক উরুগুয়ের দিয়েগো ফোরলান, কাফু, গর্ডন ব্যাঙ্কস, মিরোস্লাভ ক্লোজে-রাও। এছাড়াও হুইলচেয়ারে করে হাজির ছিলেন ফুটবল সম্রাট পেলেও। অসুস্থ থাকার জন্যই হয়তো তাঁকে মঞ্চে তোলা হয়নি। ছিলেন অংশগ্রহণকারী প্রতিটি দেশের কোচ, অধিনায়ক এবং ফেডারেশনের কর্তারা। ফুটবল সম্রাট পেলেকে দেখে তাঁর কপালে চুমু প্রদান করেন মারাদোনা। যে আবেগপূর্ণ বিরল দৃশ্য দেখে দুই কিংবদন্তির সঙ্গে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মোট ৮টি গ্রুপের ভাগ করা হয় ৩২টা দেশকে।
গ্রুপ ‘এ’ তে আয়োজক দেশ রাশিয়ার সাথে সৌদি আরব, উরুগুয়ে এবং মিশর। বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৪ জুন মস্কোতে আয়োজক দেশ রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব। গ্রুপ ‘বি’ তে এ বার স্পেন, পর্তুগাল-এর সঙ্গে রয়েছে ইরান এবং মরক্কো। গ্রুপ সি তে আছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু এবং ডেনমার্ক। তবে রাশিয়া বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’ গ্রুপ ‘ডি’। মেসির আর্জেন্টিনার গ্রুপেই রয়েছে আইসল্যান্ড। যারা গত ইউরো কাপে দুর্দান্ত খেলেছিল। বিশ্বকাপে মেসিদের প্রথম ম্যাচ এই আইসল্যান্ডের বিরুদ্ধেই। এ ছাড়াও দু’ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপে রয়েছে নাইজিরিয়া ও ক্রোয়েশিয়া। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ ‘ই’ তে সুইৎজারল্যান্ড, কোস্তারিকা এবং সার্বিয়ার বিরুদ্ধে খেলবে। গ্রুপ ‘এফ’ এ বিশ্বচ্যাম্পিয়ান জার্মানির সাথে মেক্সিকো, সুইডেন ও দক্ষিন কোরিয়া। গ্রুপ ‘জি’ তে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে বেলজিয়াম, পানামা এবং তিউনিশিয়া। গ্রুপ ‘এইচ’ এ পোল্যান্ড, পানামা, কলম্বিয়া এবং জাপান।
Be the first to comment