বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্স-এ নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ

Spread the love

বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্স নিশ্চিত করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে আয়াল্যান্ডকে ৫২ রানে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ।
টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় তারা। দুই ওপেনার ক্রিস গেইল (১৪) ও লুইস (৯) স্যামুয়েলস (২) ও হোপ (৭) দ্রুত বিদায় নেন। তবে ষষ্ঠ উইকেটে অধিনায়ক হোল্ডারকে সঙ্গে নিয়ে ১৮৬ রানের জুটি গড়েন পাওয়েল। হোল্ডার ৫৪ রান করে আউট হলেও পাওয়েল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। ১০০ বলে ৭ চার ও ৭ ছক্কায় ১০১ রান করেন এই ক্যারিবীয় ক্রিকেটার। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ২৫৭ রানে। আয়ারল্যান্ডের মারতাগ নেন ৫ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান দুই পেসার কেমার রোচ ও কেসরিক উইলিয়ামসের সামনে দাঁড়াতে পারেনি আইরিশ ব্যাটসম্যানরা। আয়ারল্যান্ড ২০৫ রানে অলআউট হয়।
এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান। নবি ও রশিদ খানের বোলিং এ ১৯৪ রানেই অলআউট হয় নেপাল। জবাবে নাজিবুল্লাহ জারদানের হাফসেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রশিদ খানের দল। তবে সুপার সিক্স এখনো নিশ্চিত হয়নি আফগানদের। হংকং এবং নেপালের মধ্যে হওয়া ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের সুপার সিক্স এ যাওয়া।
এছাড়াও হংকংয়ের বিরুদ্ধে ৮৯ রানের বড় জয় পেয়েছে জিম্বাবোয়ে এবং সুপারসিক্স এ যাওয়া নিশ্চিত করেছে। প্রথমে ব্যাট করে হ্যামিল্টন মাসাকাদজার ৮৪ রানে ভর করে ৯ উইকেটে ২৬৩ রানের সংগ্রহ পায় দলটি। জবাবে ১৭৪ রানে অলআউট হয়েছে হংকং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*