বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আবার আফগানদের হার, ওয়েস্ট ইন্ডিজের জয়

Spread the love

বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ পর্বের ম্যাচে গতকাল আফগানিস্তান-এর ফের হার। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে জয় পেয়েছে জিম্বাবোয়ে। শেষ ওভার পর্যন্ত গড়ানো ম্যাচে দুই রানে জয় পেয়েছে জিম্বাবোয়ে। গ্রুপ ‘বি’তে দুই ম্যাচ খেলে দুইটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে তারা। আর দুই ম্যাচ খেলে দুইটিতেই হেরে তৃতীয় অবস্থানে আছে আফগানিস্তান। মঙ্গলবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে জিম্বাবোয়ের দেয়া ১৯৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ১৯৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় আফগানিস্তান। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন রহমত শাহ। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন মোহাম্মদ নবী। জিম্বাবোয়ের হয়ে ব্লিজিং মুজারাবানি ৪টি, সিকান্দার রাজা ৩টি, ব্রায়ান ভিটোরি ২টি করে উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ১৯৬ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন ব্রেন্ডন টেইলর। ৬০ রান করেন সিকান্দার রাজা। আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ৩টি, দৌলৎ জাদরান ২টি ও রশীদ খান ৩টি করে উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সিকান্দার রাজা।
গ্রুপ বি এর অন্য ম্যাচে, হংকংকে ৪ উইকেটে হারিয়েছে স্কটিশরা। বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্কটল্যান্ড। বুলাওয়ের অ্যাথলেটিক ক্লাব মাঠে মঙ্গলবার টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল স্কটল্যান্ড। হংকং অলআউট হয়ে যায় মাত্র ৯১ রানে। জবাবে অধিনায়ক কাইল কোয়েতজারের অপরাজিত ৪১ রানের সুবাদে ১৫৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় স্কটল্যান্ড।
অন্যদিকে গ্রুপ এ তে বাছাই পর্বের খেলায় ওয়েস্ট ইন্ডিজ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জয় পেয়েছে। দীর্ঘ তিন বছর পর জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করলেন ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে ৬০ রানে জয় লাভ করে। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ৩৫৭ রান করে। জবাবে সংযুক্ত আরব আমিরশাহি ২৯৭ রান করে। গেল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হয়ে সিমরন হেটমেয়ার সেঞ্চুরি করেন।
গ্রুপ এ এর আরেকটি ম্যাচে আয়ারল্যান্ড পাপুয়া নিউ গিনিকে ৪ উইকেটে হারিয়েছে।

ফাইল ছবি

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*