ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বে আফগানদের হারালো স্কটিশরা

Spread the love

রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। কিন্তু দিনটা ভালো গেলো না তাঁর। তাঁর প্রথম অধিনায়ক হিসাবে ম্যাচটি হারতে হলো স্কটল্যান্ডের কাছে। বিশ্বকাপ বাছাইপর্বে তাঁর দল আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড। জিম্বাবোয়ের বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাবের মাঠে স্কটল্যান্ডের জয়ের নায়ক ক্যালাম ম্যাকলিওড। তাঁর অপরাজিত ১৫৭ রানের দুর্দান্ত ইনিংসে আফগানিস্তানের করা ২৫৫ রান ১৬ বল বাকি থাকতেই পেরিয়ে যায় স্কটল্যান্ড।
এদিন ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২৫৫ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। নবী ৯২ ও নজিবুল্লাহ করেন ৬৭ রান।
জবাবে ২১ রানেই ২ উইকেট হারিয়েছিল স্কটল্যান্ড। তবে তৃতীয় উইকেটে ম্যাকলিওড ও রিচি বেরিংটনের ২০৮ রানের বিশাল জুটি স্কটল্যান্ডকে এনে দেয় বড় জয়। বেরিংটন ৬৭ করে ফিরলেও ম্যাকলিওড দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৪৬ বলে ২৩ চার ও এক ছক্কায় ১৫৭ রানের ইনিংসটি সাজান ছিলো ২৯ বছর বয়সি ক্যালাম ম্যাকলিওডর।
‘বি’ গ্রুপের আরেকটি বাছাইপর্ব-র ম্যাচে জিতেছে জিম্বাবোয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে নেপালকে ১১৬ রানে হারিয়েছে গ্রায়েম ক্রেমারের দল। ব্রেন্ডন টেলর (১০০) ও সিকন্দার রাজার (১২৩) সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৮০ রানের বিশাল সংগ্রহ গড়েছিল জিম্বাবুয়ে। জবাবে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান করতে পেরেছে নেপাল।
‘এ’ গ্রুপের দিনের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে যথাক্রমে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরিব আমিরশাহি। বৃষ্টিবিঘ্নিত দুটি ম্যাচেরই ফল নির্ধারণ হয়েছে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে। নেদারল্যান্ডসকে ৯৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে জিতেছে আরব সংযুক্ত আরিব আমিরশাহি।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*