‘বাংলায় ভুয়ো ভোটার আমরা ধরব’, নেতাজি ইনডোর থেকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সুপ্রিমো

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। সম্মেলন থেকে ভুয়ো ভোটার নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর সাফ জবাব, ‘মহারাষ্ট্র-দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি। বাংলায় ভুয়ো ভোটার আমরা ধরব।’

ভুয়ো ভোটার থেকে ভোট লিস্ট নিয়ে কারচুপি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। পাঞ্জাব-হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। দিল্লি থেকে এ সব করা হচ্ছে। নির্বাচন কমিশনের আশীর্বাদেই এ সব করা হচ্ছে। তাই ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। ২০২৬ সালে আবার খেলা হবে। সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্যে দিয়ে। জেলা সভাপতিদের বলব, বুথ কর্মীদের মাঠে নামান। প্রয়োজনে নির্বাচনের কমিশনের দপ্তরে ধর্না দেব।’
এরপর তিনি আরও বলেন, ‘মহারাষ্ট্র-দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি। বাংলায় আমরা ধরব। যোগ্য জবাব দেব। ২০২৭ থেকে ২০২৯-এর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে। বিজেপির আয়ু ২-৩ বছর।’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিধানসভা-লোকসভা নির্বাচন যখন হয় বিজেপির কথায় এসপি, বিডিও বদল করা হয়। পর্যবেক্ষক পদে বিজেপি মনস্কদের নিয়ে আসা হয়। বিএসএফ, সিআরপিএফ নিয়ে আসে। ভেতরে গ্রামে গ্রামে ঢুকে যায়। লাইনের সামনে দাঁড়িয়ে থাকে। সবাইকে বলে তৃণমূলকে ভোট দেবে না, বিজেপিকে ভোট দাও। আমি ভারতবর্ষে গণতন্ত্রের এই রকম দুরাবস্থা দেখিনি। নির্বাচন এগিয়ে এলেই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়ে।’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০২৭ থেকে ২৯ সালের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা আর দু’তিন বছর যা করার করবে। তার বেশি আয়ু ওদের নেই। ওরা বাংলাকে টার্গেট করেছে, কারণ বাংলা লড়তে পারে, বাংলা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে।’
সাংগঠনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁরা ভালো কাজ করছেন, তাঁদের পদোন্নতি করব। কিন্তু যাঁরা কাজ করেন না, শুধু ভাষণ দেন, বিজেপি-কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেন না, সাধারণ মানুষের জন্য কাজ করেন না, তাঁদের জন্য আমার কোনও দয়ামায়া নেই। মাটির বাড়িতে থাকা সেই কর্মী যিনি বুক দিয়ে জোড়াফুলকে আঁকড়ে রাখেন আমার সমস্ত দয়ামায়া তাঁর জন্য।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*