‘যোগ্য প্রার্থীদের চাকরি যেতে দেব না, এটাই আমার প্রথম কথা এটাই আমার শেষ কথা’ …বললেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরি হারাদের সাথে বৈঠকে বসে মুখ্যমন্ত্রী বললেন…

  • ‘ কোর্টের কাছে জানতে চাইব, চাকরিরত শিক্ষকদের ছাড়া কী করে স্কুল চলবে?’…
  • ‘যোগ্য প্রার্থীদের কারও চাকরি যেতে দেব না’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী..
  • মুখ্যমন্ত্রী বলেন,’ শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলতে একটা চক্রান্ত চলছে’।
  • শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  •  যোগ্যদের কারও চাকরি যাবে না। প্রয়োজনে তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করবে রাজ্য সরকার।
  •  মুখ্যমন্ত্রী বলেন, “সরকার কি আপনাদের বরখাস্তের নোটিশ দিয়েছে? চাকরি করুন না। স্বেচ্ছায় সকলেই তো কাজ করতে পারেন।”
  • ‘ মনে রাখবেন, আহত বাঘ আরও ভয়ঙ্কর’, নেতাজি ইনডোর থেকে বিরোধীদের নিশানা করে বললেন মমতা।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*