বছরের দ্বিতীয় দিনে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এক লাফে তিন ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ সকাল থেকেই নগরীর আকাশ মেঘলা। বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজ্যের পশ্চিমের জেলাগুলোতেও শুরু হয়ে গেছে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎসহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনাও আছে উত্তরবঙ্গে। কাল ও পরশু দার্জিলিং ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস বার্তায় বলা হয়েছে , পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে রাজ্যে। একইসঙ্গে বঙ্গোপসাগর থেকে এসেছে গরম জলীয়বাষ্প । উত্তরের ঠান্ডা হাওয়া ও পূর্ব দিক থেকে আসা গরম জলীয়বাষ্প সংস্পর্শে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। এরফলে রাজ্যজুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবলমাত্রায় বেড়েছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এছাড়া কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ ও সর্বনিম্ন ৪৭ শতাংশ।
Be the first to comment