আজ মকর সংক্রান্তি ৷ সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আকাশ। আগামী দু’দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে, বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবহাওয়ার পরিবর্তন ঘটছে বলে মনে করছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী দু’দিনে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে ৷
রাজ্যের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে, বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে। জম্মু ও কাশ্মীর উপত্যকায় আবার তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এটির প্রভাবে উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে শুরু হয়েছে বৃষ্টি ও তুষারপাত। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের বাধা আসতে পারে উত্তর-পশ্চিম ঠান্ডা বাতাসে। এই বাতাস রাজ্যে আসতে বাধা পেলে বাড়তে পারে তাপমাত্রা।
মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতায় তাপমাত্রা সামান্য বেড়েছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ ও সর্বনিম্ন ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। আজ সারাদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷
Be the first to comment