শুরু হয়েছে শীত বিদায়ের প্রস্তুতি। তাপমাত্রা বাড়তে শুরু করেছে দিনের বেলায়। ভোরবেলা ও সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়ছে তাপমাত্রা। তবে আরও কিছুদিন রাতের দিকে শীতের আমেজ থাকবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ঘটছে আবহাওয়ার পরিবর্তন।
এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী কয়েকদিন। বাড়বে দিনের তাপমাত্রা। রাতের তাপমাত্রা একই থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। শনিবার নাগাদ বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে। আজ থেকে দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি শুরু হবে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।
প্রসঙ্গত, পূর্ব দিক থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে রাজ্যে। যদিও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কিছুটা ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তরের জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ ও সর্বনিম্ন ৪০ শতাংশ।
পশ্চিমী ঝঞ্ঝার দাপটে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে। শনিবার জম্মু-কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে।
Be the first to comment