শুক্রবার আবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া ৷ এদিন সকাল থেকেই মালদহে শুরু হয় ভারী বৃষ্টিপাত ৷ পাশাপাশি ধূপগুড়ি সহ ডুয়ার্সের বেশকিছু এলাকা ভারী বৃষ্টির জেরে বিদ্যুৎহীন হয়ে পড়ে ৷ এছাড়াও ৩১ নং জাতীয় সড়কে জল জমায় সমস্যায় পড়েন পথচারীরা ৷
হাওয়া অফিস আরও জানিয়েছে, কলকাতা সহ বাকি জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজও ঝড়-বৃষ্টি হতে পারে ৷ জোড়া ঘূর্ণাবর্তের জেরে এ রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ৷ ওড়িশা সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত ৷ আর তার জেরেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিলো হাওয়া অফিস ৷
Be the first to comment