সাত সকালেই নামলো পারদ, ফের দাপট উত্তুরে হাওয়ার

Spread the love

সকাল হতেই কাঁপিয়ে দিল উত্তুরে হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শুক্রবার মেঘ কেটেছে। সঙ্গে শুরু হয়ে গিয়েছে হাওয়ার দাপট। আরও এক চোট ঠাণ্ডা যে পড়তে চলেছে তার প্রমাণ মিলছে সাত সকালেই।

শুক্রবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় দুই ডিগ্রি নেমে গিয়েছে। এদিন সকালের তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় পারদ ১৫ তে নামবে। পরবর্তী ২৪ ঘণ্টায় আরও নামতে পারে কলকাতার পারদ। পাশাপাশি দক্ষিনবঙ্গের অন্যান্য জেলাতেও ফের নামবে পারদ। পূর্বাভাস হাওয়া অফিসের।

বৃহস্পতিবার রাতের কলকাতা ঢেকে গিয়েছিল ঘন কুয়াশায়। শীতে কুয়াশা থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু কুয়াশার গভীরতা একটু বেশিই ছিল। সামনে থেকে দেখলে অস্বাভাবিক বললে ভুল হবে না। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী রাত সাড়ে ৯টায় ৫০০ মিটার দূরের জিনিস অস্পষ্ট ছিল। রাত সাড়ে দশটার পর কুয়াশা আরও ব্যাপক আকার ধারন করে। ২০০ মিটার আগের জিনিস স্পষ্ট দেখা যাচ্ছিল না। প্রত্যেকটি গাড়িকেই ফগ লাইট জালিয়ে যেতে হচ্ছিল।

ঘন কুয়াশা যে হবে তা কাল সন্ধ্যা থেকেই বোঝা যাচ্ছিল। রাস্তায় সামনের জিনিস কিছুটা অস্পষ্ট হয়ে গিয়েছিল তখনই। তবে স্পস্ট ছিল রাতের আকাশ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন সকালে বৃষ্টি হয়। বৃষ্টি থামলেও বাতাসের আর্দ্রতা ছিল প্রচুর। রাতে তাপমাত্রা নামতেই উপরের মেঘ নিয়ে হুরমুরিয়ে নীচে নেমে আসে। তারই ফলেই ঘন কুয়াশা। আজ রাতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক লাফে ৪ ডিগ্রি নেমে গিয়েছে। বৃহস্পতিবার সকালেও যে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, রাতেই তা পাঁচ ডিগ্রি নেমেছে। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। আলিপুরে ৫.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*