বিদায় নিচ্ছে শীত। শুক্রবার থেকেই কলকাতায় ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রার পারদ। ১৪ তারিখ থেকে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। ১৫ তারিখ থেকে সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও এখনও পাকাপাকিভাবে শীত বিদায়ের কথা ঘোষণা করেনি আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকালের তুলনায় ১ ডিগ্রি বেড়েছে কলকাতার তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়। আগামী ২৪ ঘণ্টায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে তাপমাত্রা।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারের মধ্যেই তাপমাত্রা তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার প্রভাব থাকবে। কলকাতায় তাপমাত্রার পারদ চড়লেও জেলাগুলিতে আরও কয়েকদিন শীতের আমেজ থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
জম্মু-কাশ্মীর উপত্যকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিনে বৃদ্ধি পাবে তাপমাত্রা। অন্যদিকে ওড়িশায় শৈত্যপ্রবাহ চলবে আজও। আগামী দু’দিন ওড়িশা ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে।
Be the first to comment