কিছুক্ষনের মধ্যেই হাওড়া ও নদিয়াতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বেলার দিক থেকে শুরু করে দফায় দফায় বৃষ্টি হয়েছে বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলী, পশ্চিম বর্ধমানে। হাওয়া অফিসের পূর্বাভাস ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে হাওড়া ও নদিয়াতে।
অন্যদিকে, ইতিমধ্যে কলকাতা এবং হাওড়াতে বৃষ্টি শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বিকেল পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত টানা চার ঘণ্টা বৃষ্টি হয়। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হয়েছিল। মঙ্গলবার বিকেল থেকে রাতের ওই বৃষ্টিতে সামান্য কমে বুধবার শহরের তাপমাত্রা।
বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৬.২ মিলিমিটার। দমদমে বৃষ্টি হয়েছে ৮.০ মিলিমিটার। সল্টলেকে বৃষ্টি হয়েছে ২.০ মিলিমিটার। হাওয়া অফিস জানাচ্ছে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলতে পারে।
Be the first to comment