শনিবার সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা। এরই মধ্যে ঝড়ের পূর্বাভাস। হাওয়া অফিস জানাচ্ছে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় আসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দুই মেদিনীপুর, বর্ধমান সহ হাওড়ায় আসতে চলেছে এই ঝড়।
গত কয়েকদিন ধরেই খামখেয়ালি আবহাওয়ায় ভিজছে শহর। দেখে বোঝা দায় বসন্ত না বর্ষাকাল চলছে এখন। বুধবার গভীর রাতেও বৃষ্টি হয়েছে কলকাতা সহ দুই ২৪ পরগণা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
দমদম অঞ্চলে রাতে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতায় বৃষ্টি হয়েছে ১৭.২ মিলিমিটার। শনিবার সকালেও নাগাড়ে বৃষ্টি চলছে। তবে কলকাতার পারদ একটু কমেছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ সর্বনিম্ন ৩৮ শতাংশ।
শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ২১.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ সর্বনিম্ন ৪৫ শতাংশ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.০ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯৬ সর্বনিম্ন ৪৭ শতাংশ।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আজ শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বিকেল পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত টানা চার ঘণ্টা বৃষ্টি হয়। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হয়েছিল। ওইদিন থেকেই বিভিন্ন সময়ে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার বিকেল থেকে রাতের ওই বৃষ্টিতে সামান্য কমে বুধবার কলকাতার তাপমাত্রা।
Be the first to comment