ঘূর্ণিঝড়ের আশঙ্কা, একসঙ্গে পাঁচ জেলায় শুরু ব্যাপক ঝড়-বৃষ্টি

Spread the love

হাওড়া, কলকাতা ও হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিসের। বইতে পারে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। ইতিমিধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। কিছুক্ষনের মধ্যেই উঠতে পারে ঝড়। এসবই বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় শক্তিশালী হওয়ার আভাস বলে জানাচ্ছে হাওয়া অফিস।

সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলছে। জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আন্দামান সাগরের উপর তৈরি হতে চলা নিম্নচাপ ক্রমে শক্তি বাড়াতে পারে। পরে সেটি ঘূর্ণাবর্তে পরিনত হবে, যা ক্রমে এগিয়ে যাবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে। এর পরোক্ষ প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে।

এর জেরে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মৎস্যজিবিদের সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগাম ধান কাটতে বলা হয়েছে হুগলির চাষিদের। যদিও কলকাতার সকালের আবহাওয়া দেখে মনে হয়নি এমন কোনও সম্ভাবনা রয়েছে। বেলা গড়াতেই পূর্বাভাস মেনে বদলেছে আবহাওয়া। শুক্রবার সকালে বেড়েছিল শহরের সর্বোচ্চ তাপমাত্রা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*