শেষ বৈশাখে তাপমাত্রা বাড়ছে শহরে। লকডাউনে বন্দি গোটা দেশ। সেই সঙ্গে শহরে বাড়ছে সূর্যের দাপট। বাতাসে জলীয়বাস্পের পরিমান বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি চরমে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তেমন কোন বৃষ্টি হয়নি।
তবে, আগামী চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গল ও বুধবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এর সঙ্গে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগ বইতে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, দুই বঙ্গেই সোমবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি বাড়বে মঙ্গল ও বুধবার। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড় বইবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামেও। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবারেও কালবৈশাখী হতে পারে। তবে, মুর্শিদাবাদে এর সম্ভাবনা সব চেয়ে বেশি। বৃষ্টি হতে পারে নদীয়া বীরভূমেও।
Be the first to comment