ফের বৃষ্টি নামল শহরে। বেলা বাড়তেই আবারও বৃষ্টি শুরু হল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। পরে বৃষ্টি থেমে গেলেও প্রাক বর্ষার এই বৃষ্টি শুরু হয় আবার।
এদিন বৃষ্টি হলেও কলকাতায় সকালের তাপমাত্রা অনেকটাই বেশি ছিল। সকাল ৯টায় ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা একটু কম ছিল। সর্বোচ্চ ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস।
তবে বৃহস্পতিবার বাতাসে আর্দ্রতার পরিমান ছিলো সর্বোচ্চ ৯২ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ। বর্ষা যে কতটা কাছে তা আবারও জানান দিচ্ছে আর্দ্রতার পরিমান। বৃষ্টি হয়েছে ৩.৪ মিলিমিটার। কলকাতা সংলগ্ন দমদমে বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার। তবে সল্টলেকে বৃষ্টি হয়নি।
Be the first to comment