নির্দিষ্ট সময় মেনেই বর্ষা এলো রাজ্যে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গতকালই বর্ষা প্রবেশ করেছে রাজ্যে। ইতিমধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া -সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা অতিক্রম করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাকি জেলা অর্থাৎ বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে মৌসুমি বায়ু অতিক্রম করবে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, আগামী দু’দিন রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলছে শহর ও শহরতলিতে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টি এবং জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তা ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না। ঘূর্ণাবর্তের জেরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টা পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৫১.০ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
Be the first to comment