দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা।
এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হতে পারে ৷ পাকিস্তান থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখাটি রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ ও অসমের উপর দিয়েও বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে রাজ্যের সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু।
পাশাপাশি ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। এর প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতাতেও আজ সকাল থেকেই আকাশ মেঘলা। আজও কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯২% ও সর্বনিম্ন ৭২%।
Be the first to comment