মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাল্কা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এ কথা আগেই জানিয়েছিল আলিপুর। গত কয়েকদিনে আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে প্রায় রোজই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বর্ষণের প্রভাব ছিল সর্বাধিক। আগামী কয়েকদিনও তেমনটাই হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকবে। যদিও বৃষ্টির ফলে তাপমাত্রার কিছুটা হেরফের হয়েছে তাও সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
মঙ্গলবার সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু অংশে। প্রভাব পড়বে অন্যান্য জেলাতেও। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৯.৫ মিলিমিটার।
সারা বাংলায় এ বছর নির্ধারিত সময়ের আগেই এসে গিয়েছে বর্ষা। সব জেলাতেই ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এর পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আপাতত তা অবস্থান করছে ওড়িশা উপকূল বরাবর। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের জেরে এখন প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে ভূ-খণ্ডে। ফলে আগামী কয়েক দিন ভালই বৃষ্টিপাত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলবর্তী অঞ্চলে সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের অনুমান, সমুদ্র উত্তাল হতে পারে। তাই মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। প্রবল বর্ষণের ফলে উত্তরের নদীগুলিতে জলস্তর বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া দফতর। পাশাপাশি পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
মূলত উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে চারদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এই ৫ জেলায় ৭০ থেকে ২০০ মিলিমিটার বা তার বেশিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হবে।
আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা ক্রমাগত হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করেছে এই মৌসুমী অক্ষরেখা। আর এর জেরেই আগামী ৯ থেকে ১২ জুলাই উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চারদিন ধরে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে ভূমিধস নামতে পারে পাহাড়ি এলাকায়।
Be the first to comment