কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কখনও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে এই আংশিক মেঘলা আকাশে কলকাতায় জারি থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপামাত্রাও অল্প অল্প করে বাড়ছে প্রত্যেক দিন। তবে, শনি থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিভারী বর্ষণ হতে পারে কোচবিহারেও। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা পিলানি, ঢোলপুর, কানপুর, হাজারিবাগ, বাঁকুড়া, দিঘার ওপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর বিস্তৃত রয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিন বিক্ষিপ্ত দু-এক পশলা ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে। শনিবার রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সোমবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। ২০০ মিলি মিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। তবে, আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৭ শতাংশ। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যার প্রভাবে ফের উত্তরবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে। রবিবার থেকেই উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। সোমবার প্রবল বর্ষণের সর্তকতা রয়েছে উত্তরবঙ্গের সিকিম, অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে। উত্তরের ওই পাঁচ জেলার কোথাও কোথাও ২০০ মিলি মিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। এই তিন জেলায় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে। মৌসুমী অক্ষরেখা আবারও হিমালয় পাদদেশ এলাকায় অবস্থান করায় বৃষ্টি বাড়বে। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের দুই-এক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Be the first to comment