শহরজুড়ে শুরু মুষলধারে বৃষ্টি। দিনভর গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি। শহর এবং শহরতলির একাধিক জায়গাতে মুষলধারে শুরু হয়েছে বৃষ্টি। কিছুটা হলেও বৃষ্টিতে এক ধাক্কায় কিছুটা হলেও ঠান্ডা হয়েছে পরিবেশ। রবিবার সকালে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়। সন্ধ্যার দিকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয় আলিপুর হাওয়া অফিসের তরফে। সেই মতো সন্ধ্যায় শুরু হয় বৃষ্টি।
এদিকে এই আংশিক মেঘলা আকাশে কলকাতায় জারি থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিকে আজ রবিবার এক ধাক্কায় অনেকটা বাড়ল শহরের তাপমাত্রা।
রবিবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ।
তবে দমদমে ও সল্টলেকেও বৃষ্টি হয়নি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
Be the first to comment