রবিবার থেকে আবারও অতিভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। কোচবিহার ও আলিপুরদুয়ারে রবি ও সোমবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের ৫জেলাতেই। আপাতত বিক্ষিপ্ত দু-এক পশলা ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
পাশাপাশি দক্ষিণবঙ্গেও শুক্রবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সেই সম্ভাবনা প্রবল। কলকাতা সহ বাকি জেলাতেও মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
উল্লেখ্য, সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। অক্ষরেখার পূর্বাংশ দক্ষিণে সরে গয়া হয়ে বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কলকাতায় শুক্রবার মূলত মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯১ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে সামান্য ১.৩ মিলিমিটার।
এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আজ, শুক্রবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ। বর্জ্রবিদ্যুৎ সহ দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে।
Be the first to comment