আগামি কয়েকদিনে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বুধবার ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। সোমবার তারা বলেছে, পূর্ব উত্তরপ্রদেশ, সিকিম, অরুণাচলে ভারী বৃষ্টি হবে। গত সপ্তাহেই তারা জানিয়েছিল, দেশের পুরোটাই বর্ষায় আওতায় এসেছে। নির্দিষ্ট সময়ের ১৭ দিন আগেই দেশজুড়ে এসে পড়েছে বর্ষা। তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, অসম ও গুজরাটে আগামি দিন কয়েক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। উত্তরাখণ্ডের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিনই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা হরিয়ানা, চণ্ডীগড়, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, লাক্ষাদ্বীপে। গোয়া, কঙ্কন, ত্রিপুরা, উপকূলবর্তী কর্নাটকে বিক্ষিপ্তভাবে বর্ষা হতে পারে।
Be the first to comment