আগামী ৪৮ ঘণ্টায় অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Spread the love

সোমবার পূর্বাভাস ছিল বিহার-উত্তরপ্রদেশের দিকে সরে যাচ্ছে ঘূর্ণাবর্ত ৷ ফলে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ৷ অন্যদিকে, টানা বৃষ্টির বদলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷

মঙ্গলবার হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে ৷ কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও হবে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি ৷ দুই ২৪ পরগনাতেও কয়েক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অন্যদিকে দার্জিলিং-সহ উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি হচ্ছে জানানো হয়েছে আলিপুরের তরফে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*