শনিবার থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টি, বৃষ্টি আরও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

Spread the love

শনিবার থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টি। রবিবারও সকালেই কলকাতার বিভিন্ন অংশে দু-এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। বৃষ্টি আরও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের ফলে আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা ও ঝাড়খণ্ডেও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৯ জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সক্রিয় একটি মৌসুমি অক্ষরেখাও। যার জেরে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপটি। উপকূলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় ২৬ ও ২৭ অগস্ট মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই সময় এমন আবহাওয়া স্বাভাবিক বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

টানা বৃষ্টির জেরে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় বন্যা উদ্বেগ আরও বাড়িয়েছে। শুধু তাই নয়, দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ফের প্রকৃতির রোষে পড়তে পারে দেশের ১২টি রাজ্য। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবারও দেশের ১২টি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বর্ষণ-প্রবণ সেই রাজ্যগুলির তালিকায় রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ। এছাড়াও বৃষ্টিপাত চলবে অসম, মেঘালয়, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর, রাজস্থানের পূর্বাঞ্চল, ছত্তিশগড়ের উত্তরাংশ, মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চল, গোয়া ও কর্নাটকের বেশ কিছু এলাকায়। দিল্লির পাশাপাশি প্রবল বৃষ্টির মোকাবিলায় উত্তরাখণ্ডের প্রশাসনকে সতর্ক করা হয়েছে। কয়েকটি জেলায় স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশও দিয়েছে কেন্দ্র সরকার। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন।

বিবার অসম, মেঘালয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, পূর্ব রাজস্থান, পশিচম উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ ও গোয়ায় ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। একদিকে প্রবল বর্ষণ, অন্যদিকে বাঁধগুলির জলধারণ ক্ষমতা কমে আসা। সব মিলিয়ে নতুন করে বন্যার আশঙ্কায় প্রহর গুনছে দেশের একাধিক রাজ্যের বাসিন্দারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*