উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে। অল্প বৃষ্টির সম্ভাবনাও আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়ায় সামান্য বৃষ্টি হতে পারে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিঙ, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ঘূর্ণাবর্তের প্রভাবে হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে কোথাও ভারী বৃষ্টির সর্তকতা নেই।
৭ তারিখ অর্থাৎ দীপাবলির দিন থেকে আকাশ পরিষ্কার হবে। এই কয়েকদিন দিনের তাপমাত্রা কমবে না। রাতে হালকা শীতের অনুভূতি হবে। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা এখন বিশেষ কমবে না বলে জানা গিয়েছে। ৭ তারিখের পর ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
Be the first to comment