হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করেই আজ, বুধবার থেকে একলাফে অনেকটাই নেমে গেল তাপমাত্রা ৷ সোজ কথায়, জাঁকিয়ে শীত পড়ল কলকাতায়৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস৷ শুধু কলকাতা নয়, হাড় কাঁপানো শীত পড়েছে রাজ্যের অন্যান্য জেলাতেও৷
ফেতাই প্রভাব কাটিয়ে এ দিন সকাল থেকেই আকাশ পরিষ্কার৷ ঝলমলে রোদ৷ ফলে তাপমাত্রাও নামছে দ্রুত৷ ঠান্ডায় কাঁপছে জেলাগুলিও৷ গতকাল কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি কম৷
হাওয়া অফিস জানিয়েছে, এই হাড় কাঁপানো ঠান্ডা বড়দিন পর্যন্ত থাকবে৷ তবে আকাশ পরিষ্কার হওয়ায় দিনের তাপমাত্রা বাড়তে পারে৷ পুরুলিয়ায় পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷
Be the first to comment