অব্যাহত পারদ পতন। তাপমাত্রা নামল ১১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলার গুলির তাপমাত্রাও ৭ থেকে ৯ ডিগ্রির আশপাশে রয়েছে। বুধবারই, এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন। জেলায় জেলায় কুয়াশার দাপট। শীতে জুবুথুবু উত্তর থেকে দক্ষিণ।
আগামী ৭ দিন জাঁকিয়ে শীত থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বছরের শেষে আরও কমবে তাপমাত্রা। তবে, আগামী কদিন তাপমাত্রা সামন্য বাড়বে। ২৯ ডিসেম্বর থেকে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। বছরের শেষের কটা দিন জমিয়ে শীত উপভোগ করবেন কলকাতাবাসী। উত্তরবঙ্গের পারদ পতন অব্যাহত। এবছর রেকর্ড ঠান্ডা পড়বে বলেই পূর্বভাস হাওয়া অফিসের।
Be the first to comment