পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমতে না কমতেই উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে। তাপমাত্রার এই নিম্নগতি আপাতত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে আসা করা যায়, সরস্বতী পুজোতেও শীতের আমেজ উপভোগ করতে পারবে বাঙালি। পশ্চিমী ঝঞ্জার প্রভাবে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গিয়েছিলো। তবে উত্তুরে হাওয়া ঢুকতেই আবার পুরোনো মেজাজে শীত ফিরে এসেছে। গোটা রাজ্যেই এক ধাক্কায় তাপমাত্রা ৫-৬ ডিগ্রি নেমে গেছে।
আপাতত আগামী তিন চার দিন এই শীতের আমেজ অক্ষুণ্ণ থাকবে অর্থাৎ সরস্বতী পুজায় ভালো ঠান্ডার আমেজ থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জায়গায় সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে।
Be the first to comment