যতটা মনে করা হয়েছিলো ততটা প্রভাব পড়েনি ফণীর; জানালো আবহাওয়া দফতর

Spread the love

কলকাতায় এলো না ফণী। আরামবাগে ঢুকে পূর্ব বর্ধমান হয়ে এগোচ্ছে ফণী ৷ পূর্ব বর্ধমান হয়ে এগোচ্ছে নদিয়া-মুর্শিদবাদের দিকে ৷ জানা গিয়েছে, নদিয়া মুর্শিদাবাদে ঢোকার পথে শক্তি কমবে ফণীর ৷ নদিয়া মুর্শিদাবাদ হয়ে যাবে বাংলাদেশে ৷ তবে শহরে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই ৷ ফণী নিয়ে আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল। সকাল থেকে কলকাতা-সহ গোটা রাজ্যে শুরু হয় বৃষ্টি। কলকাতার ব্যস্ত এলাকাগুলির ছবি ছিল একদম আলাদা। রাস্তাঘাট ছিল ফাঁকা। বাস চললেও যাত্রী ছিল অনেক কম।

তবে আজ বিকেল পর্যন্ত ঝোড়ো হাওয়া চলবে ৷ দিনভর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ৷ রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ ঘূর্ণিঝড়ে রাজ্যে ক্ষতির আশঙ্কা নেই ৷ ফণীর জেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল ৷ ফণীর শক্তি ক্ষয়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি, শনিবার এমনটাই জানিয়েছে কলকাতা আবহাওয়া দফতর। তবে রাজ্য যে বিপন্মুক্ত সেকথাও জানিয়েছে হাওয়া অফিস। বিকেল থেকেই পরিস্থিতির উন্নতি হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*