অবশেষে স্বস্তি পেলো কলকাতাবাসী। দিন কয়েক গরমের পর রবিবার বৃষ্টিতে মিললো স্বস্তি। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী দিন কয়েক চলবে এই বৃষ্টি। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও বৃষ্টির খবর মিলেছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা সংলগ্ন এলাকায়। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। তবে, এখনই বর্ষা আসছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গিয়েছে, পাঞ্জাব থেকে মণিপুর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর সঙ্গে একটি ঘূর্ণাবতও রয়েছে। যার জেরেই এই বৃষ্টি। কলকাতা ছাড়া বৃষ্টির খবর মিলেছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। মালদা, দুই দিনাজপুর সহ বিভিন্ন জেলায় রাতভর বৃষ্টিতে অনেক এলাকায় জল জমে গেছে। অনেক বাড়িতেও জল ঢুকে গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
Be the first to comment