মাসানুর রহমান,
রিপোর্ট বলছে আর দু’-একদিনের মধ্যে তাপপ্রবাহ ৩০ বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। জানা যায় ইতিমধ্যে প্রবল গরমে ট্রেনের মধ্যে মারা গিয়েছেন ৫জন যাত্রী, অনেক জায়গায় শুকিয়ে গেছে খাল-বিল, কুয়ো। প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে পাহাড়ে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষজন।
যদি চোখ রাখেন গোটা দেশের দিকে তাহলে দেখতে পাবেন উত্তরপ্রদেশের ঝাঁসি, রাজস্থানের চুরু ও বিকানীর, হরিয়ানার হিসার ও ভিওয়ানি, পাঞ্জাবের পাতিয়ালা, মধ্যপ্রদেশ ও ভোপালে তাপমাত্রা এখন ৪৫ ডিগ্রির বেশি।
আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা আসতে এখনও দেরি আছে আর তার জন্য দায়ী হলো সাইক্লোন বায়ু। ফলত আরব সাগরে সৃষ্টি হওয়া ওই ঘুর্ণিঝড় বাতাসের জলীয় বাষ্প টেনে নিচ্ছে নিজের দিকে।
Be the first to comment