শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা গড়াতেই কালো মেঘে ঢেকে যায় চারদিক। দুপুর গড়াতেই শুরু হয়েছে বৃষ্টি। তবে শুধুমাত্র কলকাতা নয়, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিনদিন এই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
উল্লেখ্য, আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবেই আগামী তিনদিন অর্থাৎ রবি, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম।
পাশাপাশি হাওয়া অফিস আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমের দিকে অগ্রসর হবে। ফলে পশ্চিমের রাজ্যগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হলেও অস্বস্তির পরিমাণ কমতে সময় লাগবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে যে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে, তা কমতে সময় লাগবে। তবে ধীরে ধীরে এই অস্বস্তির পরিমাণ কমে গিয়ে কিছুটা স্বস্তি ফিরবে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
Be the first to comment