ভারতীয় মৌসম বিভাগের তরফে দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হলো ৷ মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, হরিয়ানা, পঞ্জাব ও রাজস্থানের বেশি কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢোকার সম্ভাবনা রয়েছে ৷ উত্তরপ্রদেশের দক্ষিণ জেলাগুলিতে ও মধ্যপ্রদেশের উত্তরের জেলায় ৯ ও ১০ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাট, কোঙ্কন ও গোয়া ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টি হয়েছে।
মৌসম বিভাগ আরও জানিয়েছে ৮ জুলাই অর্থাৎ সোমবার উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ৮ জুলাই উত্তরপ্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৷ অন্যদিকে অসম ও মেঘালয়ের বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কোঙ্কন ও গোয়া, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, চন্ডীগড় ও দিল্লি, পূর্ব রাজস্থান, পশ্চিমবঙ্গ ও সিকিম, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ৷
Be the first to comment