উত্তরবঙ্গ বৃষ্টিতে ভাসছে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির এখনও দেখা নেই। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগণা- এই ৫ জেলায় বৃষ্টি আরও বাড়বে। সমুদ্র উত্তাল থাকায় শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখনও বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দফতরের দাবি, উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টি বাড়বে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনায়। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতেও বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও আশেপাশের বিভিন্ন জেলার আকাশে ছিলো মেঘ।
Be the first to comment