রবিবার সকাল থেকেই শহর কলকাতা জুড়ে হচ্ছে বৃষ্টি। কলকাতার বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। সকাল ১০ টা পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয় বিক্ষিপ্তভাবে। এদিন বেলা ১১টার দিকে ফের মেঘ জমতে শুরু করে আকাশে। এদিন শহর কলকাতা জুড়ে দিনভর বৃষ্টির আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দিনভর থাকবে মেঘলা আকাশ। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।
যদিও ২৭ তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু ২৮ তারিখ অর্থাৎ রবিবার সকাল থেকেই বৃষ্টির আমেজ বজায় রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে ফের নিম্নচাপের সৃষ্টি হতে চলেছে। আগামী কয়েকদিনে তুমুল বৃষ্টিপাত হতে চলেছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই আজ। আগামী ৩১ জুলাই ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা জানিয়েছে হাওয়া অফিস ৷ তাই রবিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Be the first to comment