মৌসূমী অক্ষরেখার ফলে দক্ষিণবঙ্গে ২ আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। আগামী ৪ আগস্ট থেকে থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হবে যার জেরে ৩ আগস্ট রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। ৩ আগস্ট থেকে ৬ আগস্ট দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় উত্তরের পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তবে, ২দিন পর বৃষ্টিপাতের পরিমাণ কমবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে খারাপ আবহাওয়ার কারণে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
Be the first to comment