বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়। শনিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। শুক্রবার রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত শুরু হয়। শনিবার সকাল থেকে পরিমাণ বাড়ে বৃষ্টির। এখন অবশ্য আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা নেই।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ যা ধীরে ধীরে পরিণত হচ্ছে নিম্নচাপে ৷ তার ফলে শনি ও রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বেশি প্রভাব পড়বে উপকূলের জেলাগুলিতে। বঙ্গোপসাগরের পাশাপাশি ওড়িশাতেও তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যার ফলে ওড়িশা উপকূলেও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, রাজ্য জুড়ে আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। মাঝারি থেকে কখনও কখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৯৫ শতাংশ । ফলে বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে।
Be the first to comment