পুজোর আর কয়েকটা দিন বাকি। চলছে জোরকদমে প্রস্তুতি। কিন্তু সেই প্রস্তুতি ভেস্তে দিতে পারে বৃষ্টি। পুজোর আগে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। ওডিশা সংলগ্ন বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। যার কারণে বাংলাতে এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলার পাশাপাশি প্রতিবেশী ওডিশাতেও বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে স্বস্তির খবর এটাই যে, এক নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। মাঝে মধ্যে এই বৃষ্টি হবে। আগামী ৭২ ঘন্টা এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস মতো কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই এই বৃষ্টিপাত চলবে। তবে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস। সেখানে আগামী তিনদিন এই অবস্থা বজায় থাকবে। সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে বলে জানা যাচ্ছে। আজ রবিবার থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে। অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Be the first to comment