চলতি সপ্তাহের শেষে দীপাবলির সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ৷ আর তার জেরে থমকে উত্তরের ঠান্ডা হওয়া ৷ একথাই জানালো আলিপুর আবহাওয়া দফতর ৷ অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে চলেছে। নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারের পর থেকে অর্থাৎ সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে উপকূলের জেলাগুলোতে। এমন কী উপকূলের জেলাগুলোর মধ্যে কয়েকটি জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। এর ফলে বাধা পাচ্ছে উত্তর দিক থেকে আসা ঠান্ডা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ খানিকটা কমবে। আগামী সপ্তাহে নিম্নচাপ কেটে যাওয়ার পর আকাশ পরিষ্কার হবে। আকাশ পরিষ্কার হলে উত্তরের হাওয়া বিনা বাধায় প্রবেশ করতে পারবে রাজ্যে।
Be the first to comment