আগামী কয়েক ঘন্টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আর তার জেরেই এই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বেশ কিছু জায়গায় ঝড়ো হাওয়াও বইতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। যদিও ইতিমধ্যে শহরতলি সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে সময় যত এগোবে বৃষ্টির পরিমাণ ততই বাড়বে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
উল্লেখ্য, আগেই আলিপুর হাওয়া অফিসের তরফে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। নিম্নচাপের জেরেই এই বৃষ্টিপাত হবে বলে জানানো হয়। সেই মতো বুধবার সকালের দিকে কড়া রোদ থাকলেও দুপুরের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। কালো মেঘে ঢেকে যায় আকাশ। কলকাতার বেশ কিছু জায়গায় ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া পূর্বাভাস মতো গোটা সপ্তাহ ধরে এই পরিস্থিতি বজায় থাকবে। তবে সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও সেই নিম্নচাপের অভিমুখ বাংলার দিকে নয়। আপাতত অন্ধ্রপ্রদেশ এবংছত্তিশগড়ের দিকে রয়েছে এই নিম্নচাপের অভিমুখ। আর যার জেরে বঙ্গে বৃষ্টিপাত হবে বলে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
Be the first to comment