কালীপুজোয় হচ্ছে না বৃষ্টি। রোদ ঝলমলে আকাশ থাকবে রবিবার। শনিবার থেকেই উন্নতি হবে আবহাওয়ার। এমনটাই জানালো আলিপুর আবহাওয়া অফিস। বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে রাজ্যে। কালীপুজোর প্রস্তুতিতে খামতি না থাকলেও ঝামেলা করছে আবহাওয়া। বাজি রোদে দেওয়া থেকে শুরু করে বাজি পোড়ানো, মন খারাপের বৃষ্টি শেষে এসবই হবে জমিয়ে।
তবে, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে। এ বিষয়ে, আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই ক’দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তার থেকে তুলনামূলক অনেক কম বৃষ্টি হবে শনিবার। রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-তিন টানা বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই নেমেছে। এই মুহূর্তে নিম্নচাপ আর নেই। তবে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তবে, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
শুক্রবার কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। বৃষ্টির জন্য সাময়িকভাবে তাপমাত্রা কমলেও এখনই শীত নয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় কলকাতা দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কমলো। শনিবার কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
Be the first to comment