আপাতত তাপমাত্রা কমছে না দক্ষিণবঙ্গে বরং তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বাড়তে পারে জেলাগুলিতে। এই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আগামী কয়েকদিন একই থাকবে। তবে চলতি সপ্তাহের শেষে সিকিম সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরব সাগরে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাবে।
যেহেতু আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে তাই ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে জম্মু ও কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃষ্টি শুরু হবে। ফলে উত্তরের হাওয়া বাধা পাবে। অন্যদিকে পূবালি বাতাস বেশি পরিমাণে ঢুকছে রাজ্যে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৪৮ শতাংশ ও সর্বোচ্চ ৯৯ শতাংশ।
আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে।
Be the first to comment