আজ মরশুমের শীতলতম দিন, আরও কমতে পারে তাপমাত্রা

Spread the love

চলতি সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেই পূর্বাভাস সত্যি হল ৷ বৃহস্পতিবার মরশুমের শীতলতম দিন ৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ কেটে যাওয়ার পরও শীতের দেখা পাওয়া যাচ্ছিল না। বাধা হয়ে দাঁড়াচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা। এর রেশ কেটে যাওয়ার পরই বিনা বাধায় প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমবে। কলকাতার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা আরও কম থাকবে ৷ পশ্চিমের জেলাগুলিতে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা।

পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির কিছু অংশে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। গত ২৪ ঘন্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গত দু’দিনে কলকাতায় রাতের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*