শুক্রবার সকাল থেকে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। জেলা এবং শহরতলি থেকেও পাওয়া যাচ্ছে বৃষ্টির খবর। চলছে হাল্কা হাওয়াও। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া এবং হুগলি জেলায়। এর পাশাপাশি দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার রাত থেকে বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ আরও গভীর হলো বৃহস্পতিবার রাতে। যার ফলে সারাদিন দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টির পূর্বাভাসের কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টিপাত চলবে শুক্রবার। এই নিম্নচাপের লাগোয়া একটি ঘুর্ণাবর্ত রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, এই মুহূর্তে ঘুর্নাবর্তের অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে ৪.৫ কিলোমিটার উপরে। শুক্রবার সকাল থেকে এটি আরও ঘনীভূত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে ওড়িশা উপকূলে সাইক্লোন আছড়ে পড়ার কথা জানিয়েছে দ্য ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে লাল সতর্কতা।
বৃহস্পতিবার দিঘার সমুদ্র ছিল উত্তাল। নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার আরও ভয়ানক আকার নেবে সমুদ্র।
Be the first to comment