জলযন্ত্রণার মধ্যেই বৃষ্টির দাপট থেকে বৃহস্পতিবার সামান্য হলেও রেহাই পেয়েছে রাজ্যবাসী। শুক্রবারও সকাল থেকেই দেখা মিলেছে রোদের। কিন্তু এই স্বস্তি যে নিতান্তই ক্ষণিকের, সেটা স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর জানাচ্ছে, বৃষ্টির হাত থেকে আপাতত রেহাই মিলবে না। কারণ, মায়ানমারের কাছে থাকা ঘূর্ণাবর্তটি উত্তর-পূর্ব ও লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে আসছে। শুক্রবারই তা নিম্নচাপের চেহারা নেবে। সেই নিম্নচাপ উপকূলের দিকে এগিয়ে আসায় শনিবার রাত থেকেই ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাংশে আবার জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই রোদের দেখা মিলেছে। কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই ওড়িশার দিকে এগিয়ে আসছে। এর গতিপথ ওড়িশার দিকে হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে।
Be the first to comment