রবিবারও মুখভার থাকবে আকাশের, বঙ্গে উধাও জাকিয়ে শীত

Spread the love

রোজদিন ডেক্স: নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বছরের শেষ মাসের তৃতীয় সপ্তাহে শীতের দাপট নেই। হাড়হীম করা ঠান্ডার বদলে বৃষ্টি ভেজা বর্ষাকালের মতো ছবি উঠে এসেছে বাংলার একাধিক জেলা থেকে। রৌদ্রজ্বল আকাশের বদলে মেঘলা আকাশ দিনভর। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। শীত বিলাসীদের জন্য যা মন খারাপের কারণ।
অগ্রহায়নের শেষে সর্বনিম্ন তাপমাত্রার নিম্নমুখী পারদে জমিয়ে শীতের আগমনীর কথা শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্জার সাড়াশি আক্রমণে ঠান্ডার আমেজ থাকলেও নেই দাপট। রবিবারও বঙ্গীয় আকাশের মুখ ভার। তবে দুর্যোগের আশঙ্কা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের পর আকাশ পরিষ্কার হলেও রাজ্যের একাংশে এখনই দাপট দেখাবে না শীত। উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এরফলে, পাহাড়ি এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সেই ঝঞ্ঝা সরে গেলে ফের সক্রিয় হবে শীত।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রায় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ, বড়দিনে শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডার কোনও সম্ভাবনা এখনই নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার দাপট কমে গেলে ফের পারদ পতন হবে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ভোরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দিনের আকাশ থাকবে মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ডিগ্রি এবং ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ ৯৫ শতাংশ ও সর্বনিম্ন ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩.৬ মিলিমিটার।
অন্যদিকে, হাওয়া অফিসের তথ্য অনুযায়ী ২১ ডিসেম্বর অর্থাৎ, শনিবার বছরের সবচেয়ে ছোট দিনের সাক্ষী রইল কলকাতা-সহ গোটা দেশ। শনিবার কলকাতায় সূর্যোদয় হয় সকাল ৬টা ১২ মিনিটে। সূর্যাস্ত হয়েছে বিকেল ৪টে ৫৮মিনিটে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ ডিসেম্বর ছিল মরসুমের ছোট দিন। উত্তর-পূর্ব ভারতের ৩টি রাজ্য ছাড়া দেশের কোথাও ভোর ৫টায় সূর্যোদয় দেখা যায়নি। কলকাতার দিন ছিল ১০ ঘণ্টা ৪৬ মিনিটের। পাশাপাশি দিল্লিতে দিন ছিল ১০ ঘণ্টা ১৯ মিনিটের, মুম্বইয়ে দিন ছিল ১০ ঘণ্টা ৫৯ মিনিটের ও চেন্নাইয়ে দিন ছিল ১১ ঘণ্টা মিনিটের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*