তাপমাত্রা বাড়লেও জারি থাকবে শীত, চলবে ঘন কুয়াশার দাপট

Spread the love

বুধবারও কুয়াশাচ্ছন্ন রাজ্য। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। উত্তর পশ্চিমে হাওয়া সক্রিয় থাকায় তাপমাত্রা বাড়লেও জারি থাকবে শীত। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। পাশাপাশি অতি ঘন কুয়াশা থাকবে মালদহ, দুই দিনাজপুর, নদিয়া ও মুর্শিদাবাদে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বাংলাদেশ থেকে ঘূর্ণাবর্ত সরে গিয়ে ত্রিপুরার উপর অবস্থান করছে। ঘূর্ণাবর্ত সরে গেলেও প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতে কুয়াশার দাপট জারি থাকবে। আর এর জেরেই রাজ্যের তাপমাত্রা পারদের নীচে থাকবে বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*