ফের রবিবাসরীয় সন্ধ্যায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর দফতর। গতসপ্তাহের রবিবারেও ঝড়বৃষ্টিতে ভিজেছিল কলকাতা। যদিও গরমের হাত থেকে শহরবাসীকে নিষ্কৃতি দিলেও সুখকর হয়নি রাজ্যবাসীর অভিজ্ঞতা। ওই দিন বিভিন্ন জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছিল প্রায় ৭ জনের। শুধুমাত্র হাওড়ার উলুবেড়িয়াতেই আম কুড়োতে গিয়ে একই সঙ্গে মৃত্যু হয়েছিল ৪ নাবালকের। এই রবিবারেও আবার ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা ও সংলগ্ন গাঙ্গেয় অঞ্চলে কালবৈশাখির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে রবিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। ইতিমধ্যেই সকালে পূর্ব বর্ধমান ও নদিয়ার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে রায়না, কালনা, কাটোয়া ও শান্তিপুরে।
Be the first to comment